তৃণমূল প্রতিনিধিঃ শনিবার (৩১ আগস্ট) উপজেলা বিএনপি’র আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন" উপজেলার ধাওয়া গ্রামে নিহতের বাবা মায়ের হাতে নগদ টাকা তুলে দেন। পরে বিএনপি নেতৃবৃন্দ এমাদুলের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, এমাদুল ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।
পরে বিএনপি’র আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন উপজেলার ধাওয়া, ইকড়ি এবং তেলিখালি ইউনিয়নে পৃথক ৩টি বিএনপি’র কার্যালয়ের উদ্বোধন করেন। এসময় বিএনপি'র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এছাড়াও পর্যাক্রমে আগামীকাল গৌরীপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নের বিএনপি'র কার্যালয় উদ্বোধন করবেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল