1. admin@dailytrinamoolsangbad.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অগ্রণী ব্যাংক ভান্ডারিয়া শাখার উদ্যোগে” আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে ।। জাতীয় সাংবাদিক সংস্থা” ভান্ডারিয়া উপজেলা কমিটি গঠন হয়েছে” জুয়েল- সভাপতি ** তরিকুল- সম্পাদক।। এইডা কি তোমার কবিতা আমার সোনার বাংলা আমি তােমায় ভালো বাসী পিরোজপুরে জোড়া খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রপ্ত ২১ বছরের পলাতক আসামী “খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার! পিরোজপুরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় ব্রাকের শিক্ষা তরী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানা। MYJOBS এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং এআই সুবিধা সম্পূর্ণ নতুন সবুজ বিপ্লবের সহ চারটি ডিজিটাল সলুশন উন্মোচন  পিরোজপুরে সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে নারী ও শিশু সহ -৮ জনের মৃত্যু ! হিজলায় বিএনপি’র সংবাদ সম্মেলন।

পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব” মাসুদকে নিয়ে হেয়প্রতিপন্ন রহস্য উন্মোচন।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৪ বার পঠিত

পিরোজপুর জেলা যুদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ কে নিয়ে উদ্দেশ্য প্রনোদিত অভিযোগের ঘটনার রহস্য উন্মোচন।

পিরোজপুর প্রতিনিধিঃ  পিরোজপুর জেলা যুদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ কে নিয়ে উদ্দেশ্য প্রনোদিত অভিযোগের ঘটনার রহস্য উন্মোচন হয়েছে। আজ শুক্রবার এ বিষয়ে এক ভিডিও বার্তার মাধ্যমে মুক্তারকাঠি এলাকার ড্রেজার মালিক মো: হেলাল হাওলাদার এ বিষয়ে তার বক্তব্যের মাধ্যমে অভিযোগের পুরো রহস্য উন্মোচন করেন।

ড্রেজার মালিক মো: হেলাল হাওলাদার জানান, ০৫ আগষ্ট আ’লীগ সরকারের পতনের পরে কে বা কাহারা তার ড্রেজারের হামলা চালিয়ে ড্রেজারটি ডুবিয়ে দেয় এবং কয়েক জায়গার পাইপ ভেঙ্গে ফেলে। পরবর্তিতে তিনি এমদাদুল হক মাসুদ সহ এলাকার গন্যমান্যদের জানান। দুস্কৃতিকারীদের থেকে এমদাদুল হক মাসুদ নিজ দায়িদ্বে এলাকার পাইপ উদ্ধার করে দেন এবং ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধার করে বুঝিয়ে দেন। তবে এ ঘটনার সাথে এমদাদুল হক মাসুদ বা তার কোন লোক হামলা বা ভাংচুরের সাথে জড়িত ছিলোনা। ড্রেজার ও পাইপ বুঝে পেয়ে এমদাদুল হক মাসুদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ড্রেজার ব্যবসায়ী আল আমিন জানান, আমি বা আমরা ব্যবসায়িক পার্টনার মো: হেলাল হাওলাদার এ বিষয়ে কোথাও কোন অভিযোগ দেইনি। এমদাদুল হক মাসুদ ভাই নিজে দায়িদ্ব নিয়ে আমাদের পাইপ ডুবিয়ে দেয়া ড্রেজার উদ্ধার করে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে আমরা তার বিরুদ্ধে কোন অভিযোগ করিনি। তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যদি কেউ ব্যবসায় কোন সমস্যা করে বা চাঁদা চায় তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, গত ০৫ আগষ্ট আ’লীগ সরকারের পতনের পরে এক গণঅভ্যুন্থানে সারাদেরশের ন্যায় পিরোজপুরের মুক্তারকাঠী এলাকায় বালি তোলার ড্রেজারে ও পাইপে হামলা চালায় দুস্কৃতিকারী দল। এসময় মো: হেলাল হাওলাদার এর ড্রেজারটি ডুবিয়ে দেয়া হয় এবং তার বালি সাপ্লাই দেয়ার কিছু পাইপ খুলে নিয়ে যায় তারা। বিষয়টি নিয়ে এমদাদুল হক মাসুদ এর বিরুদ্ধে অভিযোগ তুলে কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচার করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক তৃণমূল সংবাদ