মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৩১)জুলাই সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা মৎস্য দপ্তরের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন,জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিজলা গৌরব্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, হিজলা নৌ পুলিশ ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার ,মৎস্য দপ্তরের মেরিন ফিশারীজ অফিসার মোঃ মিজানুর রহমান,মৎস্য চাষি মোঃ আরিফ হোসেন প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ,কর্মসংস্থান,দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান আজ সর্বজনস্বীকৃত।আলতাফ মাহমুদ দিপু তার বক্তব্যে বলেন, এ উপজেলায় মৎস্য চাষি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আধুনিক প্রযুক্তি ব্যবহারমনস্ক ও দক্ষ করে গড়ে তুলতে হবে।এতে মৎস্য খাতে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, মাছের উৎপাদন বাড়বে এবং অর্থনৈতিক ভিত মজবুত হবে।মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল