হিজলা উপজেলায় পানিতে পড়ে আপন দুই ভাইয়ের করুন মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়,মৃত্যু এ দুই ভাই উপজেলার মেমানীয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের মোঃ আক্তার হোসেন হাওলাদারের ছেলে বোরহান উদ্দিন (৬) ও জাকারিয়া (৪)।
রবিবার (১৪ এপ্রিল)স্বজনরা দুপুর সোয়া ১ টার সময় চর দুর্গাপুর সংলগ্ন মেঘনা নদীর শাখা নদী থেকে আপন দুই ভাইকে উদ্ধার করে।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে(হাসপাতালে) নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।পানিতে পড়ে নিহত দুই ভাইয়ের পিতা মোঃ আক্তার হোসেন হাওলাদার জানায়,দাদার সাথে দুই ভাই গোসল করতে মেঘনার শাখা নদীতে যায়।গোসল করিয়ে দুই নাতিকে বাড়িতে পাঠিয়ে দেন দাদা।সিরাজ হাওলাদার নিজে গোসল করে বাড়িতে এসে দুই নাতিকে না দেখে স্বজনদের নিয়ে মেঘনার শাখা নদীতে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন।হিজলা নৌ-পুলিশ ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমি ঈদের ছুটিতে আছি তবে এটা খুব দুঃখ জনক ঘটনা।
সম্পাদক ও প্রকাশক : এইচ এম জুয়েল