শনিবার(২৭)এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে। মৃত. সালেহা বেগম বড়জালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আঃ করিম সিকদারের স্ত্রী।
তিনি ঢাকায় তার মেয়ের বাসায় বেরাতে যাচ্ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর লঞ্চ স্টেশন থেকে ঢাকা গামী রাজহংস ১০ লঞ্চ সন্ধ্যা সাড়ে ৭ টার সময় পুরাতন হিজলা লঞ্চ টার্মিনালে ভেরানো হয়।এ সময় ঘাটে ইয়াদ ৩ নামে আরও একটি লঞ্চ ভেরানো ছিল। যাত্রী সালেহা বেগম পন্টুনের কিনারে দাঁড়িয়ে ছিলেন।লঞ্চের ধাক্কার ঝাঁকুনিতে লঞ্চ টার্মিনাল থেকে নদীতে ছিটকে পড়ে যান তিনি।তাকে উদ্ধারের জন্য সাথে সাথে একজন ঝাঁপিয়ে পড়েন কিন্তু নদীতে স্রোতের কারণে ধরে রাখতে পারেননি। কিছুক্ষণ পরেই জুতা ও ব্যাগ ভেসে উঠলেও বৃদ্ধা ওই নারীকে পাওয়া যায়নি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরে টার্মিনালের নিচ থেকে তিন ঘণ্টা পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থান পরিদর্শন ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।