মোঃ আরমান হিজলা থেকেঃ বরিশালের হিজলা থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানা পুলিশের পুরোপুরি সেবা সচল করতে কিছু সময় লাগবে। এ-র জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন লেবুখালী ক্যান্টনমেন্ট আর সি ডি এস,এন ডিসি,পিস,জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা।রবিবার (১১ আগস্ট) দুপুরে হিজলা থানা পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, দেশে চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।দেশের এ পরিস্থিতিতে নানা কারণে থানা পুলিশের সেবা কার্যক্রম পুরোদমে সচল করতে কাজ চলছে।কেননা পুলিশ ছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সম্ভব না।প্রতিটি থানায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা রয়েছেন। এসময় সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের জিওসি থানা পরিদর্শন এবং উপস্থিত পুলিশ সদস্যদের সাথে আলাপ-আলোচনা করেন। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এ সময় তাহার সঙ্গে ছিলেন,বরিশাল রেঞ্জের ডিআইজি(বিপিএম(বার),পিপিএম)মোঃ ইলিয়াছ শরীফ।হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন,হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ জুবাইর, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়াসহ সেনা কর্মকর্তা এবং থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।