তৃণমূল প্রতিনিধিঃ ১০ অক্টোবর বুধবার রাত্র ০১:৪০ ঘটিকার সময় পিরোজপুর সদর থানাধীন কদমতলা ইউপি এর জ্ঞানসা গ্রামের পিরোজপুর টু নাজিরপুরগামী রাস্তার পাশে একটি প্রাইভেট কার যাহার রেজি: নং-ঢাকা মেট্রো গ-১৭-৬২১৫ গাড়ীটি ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। গ্রাম পুলিশের মাধ্যমে পিরোজপুর সদরের ওসি আব্দুস সোবহান সংবাদটি প্রাপ্ত হয়ে দ্রুত থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজন এর সহায়তায় গাড়ির ভিতরে থাকা ৮টি মরদেহ উদ্ধার করেন। যার মধ্যে দুই জন পুরুষ, দুই জন মহিলা এবং চারজন শিশু রয়েছে। পুলিশ মরদেহগুলো সদর হাসপাতালে প্রেরণ করেন ও লাশের সুরতহাল প্রস্তুত করেন।উক্ত লাশগুলোর মধ্যে একই পরিবারের চার জনের পরিচয় সনাক্ত করা
হয়েছে। সনাক্তকারী পরিবারের মধ্যে মৃত মোতালেব হোসেন সেনাবাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন। এ বিষয়ে সদর থানায় যথাযথ আইনগত ব্যবস্থা গৃহীত হচ্ছে। সদর থানার ওসি জানান।